নিজস্ব প্রতিবেদন ঃ বিরল অসুখ মায়োপিয়া বিছানায় ফেলে দিয়েছে এম এ পাশ করা তরুনী তাপসী সূত্রধরকে। শিলিগুড়ি ঘোঘোমালি ফল বাজার রোডে বাড়ি তাপসিদের। অপুষ্টি বা খাদ্য সমস্যাতো তাপসীদর রয়েছেই।তারজন্য ওরা সকলের সাহায্য চায়।কিন্তু এরমধ্যেই নিজের পায়ে ঘুরে দাঁড়ানোর লড়াইও করছে তাপসী।ইতিহাসে অনার্স নিয়ে এম এ পাশ করা তাপসী ভালো ছবি আঁকতে পারে, ও ভালো সেলাই জানে।আজকাল অনেক চিত্র শিল্পীর আঁকা শিল্প কর্ম অর্থের বিনিময়ে বিক্রি হয়।তাপসীও সেই ভাবে চিত্র শিল্পের চর্চা চালিয়ে নিজের পা-য়ে দাঁড়াতে চায়।কঠিন মায়োপিয়া রোগ ওকে চলার শক্তি নষ্ট করে দিলেও হেরে যেতে রাজি নয় তাপসী।রং তুলিকে হাতিয়ার করে ও কিছু রোজগার করতে চায়।আর এরজন্য তাপসী সকলের সহযোগিতা চায়। কিন্তু কিছু উপকরণ যেমন ড্রয়িং খাতা,বিভিন্ন রঙিন কলম,রং পেন্সিল প্রভৃতির অভাবে তাপসীর অঙ্কন চর্চা থমকে ছিলো।তাপসীর থমকে যাওয়া অঙ্কন চর্চাকে উৎসাহিত করতে শুক্রবার খবরের ঘন্টার তরফে তাপসীর হাতে অঙ্কন চর্চার বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—