এটাই উত্তরবঙ্গের শেষ গ্রাম, যাবেন নাকি পুজোর ছুটিতে?

নিজস্ব প্রতিবেদন ঃ পুজোতে এগিয়ে গেলো।পুজো মানে ছুটি আর ছুটি। আর ভ্রমন পিপাসু বাঙালির কাছে পুজো মানে একটু দূরে গিয়ে নিরিবিলিতে কটা দিন কাটানো। পুজোর মধ্যে নিরিবিলিতে সময় কাটানোর এক পাহাড়ি গ্রামের সন্ধান পাওয়া গিয়েছে। যাবেন নাকি সিকিম ঘেঁষা এই গ্রামে একটু বেড়ানোর জন্য।
অনেকেই বলেন, এটাই নাকি উত্তর বঙ্গের শেষ গ্রাম? তবে যাবেন নাকি উত্তরবঙ্গের সেই শেষ গ্রামে? কালিম্পং থেকে এই গ্রামের দূরত্ব মাত্র ১১ কিলোমিটার।সমুদ্রপৃষ্ঠ থেকে গ্রামটির উচ্চতা অন্তত চার হাজার ফুট। গ্রামের নাম সাংসেরের। কি আর বলবো,অপূর্ব, অসাধারণ সুন্দর একটি গ্রাম।
আশেপাশের প্রাকৃতিক পরিবেশ অপরূপ। সেখান থেকেই ঘুমন্ত বৌদ্ধ কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করার দুর্দান্ত অনুভূতি নিতে পারেন আপনি। নিরিবিলিতে সময় কাটানোর এক সেরা জায়গা। সিকিমের রংপো থেকে এই গ্রামের দূরত্ব ২৯ কিলোমিটার। ছোট্ট এই পাহাড়ি গ্রামটিতে বেশ কয়েকটি ব্রিটিশ বাংলোও রয়েছে ।আজ আমরা অনেকেই এই গ্রামের নাম না জানলেও ব্রিটিশের সময় থেকেই জায়গাটির কিন্তু পরিচিতি রয়েছে । সেখানে হোমস্টে তেমন একটা নেই, জনসংখ্যাও খুব একটা বেশি নয়। খুব অল্প সংখ্যক মানুষ সেই গ্রামে বসবাস করেন। উত্তরবঙ্গের এই শেষ গ্রামে যেতে হলে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে প্রথমে আপনাকে কালিম্পংয়ে যেতে হবে, এরপর কালিংপং থেকে গাড়ি ভাড়া করে চলে যেতে হবে সেই গ্রামে। যারা একটু নিরালায় নিভৃতে সময় কাটাতে পছন্দ করেন তাদের জন্য বেশ সুন্দর এই ছোট্ট গ্রামটি। প্রাকৃতিক পরিবেশতো আছেই , সঙ্গে রয়েছে টাটকা বাতাস। পুজোর ভ্রমনের জন্য আজই প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন এই গ্রামের জন্য।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—