নিজস্ব প্রতিবেদন ঃ শুক্রবার সর্বত্র উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনসা পুজো অনুষ্ঠিত হয়।আর এই মনসা পুজোর সঙ্গে বাংলার প্রাচীন লোকগান বা লোক শিল্প মনসা মঙ্গলের নাম জড়িয়ে রয়েছে। বাংলা ভাষা সাহিত্যেও মনসা মঙ্গল কাব্য একটি অন্যতম সাহিত্য। মনসা মঙ্গল ঘিরে বেহুলা লক্ষীন্দরের লোককথাও লোকমুখে প্রচলিত। যদিও সময়ের নিয়মে হারিয়ে যাচ্ছে বাংলার এই লোক সাহিত্য বা লোক গান।এরমধ্যেও কিছু কিছু শিল্পী এই প্রাচীন ঐতিহ্যমন্ডিত লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন।এমনই একজন শিল্পী হলেন শিলিগুড়ি হায়দরপাড়া শরৎ চন্দ্র পল্লী নিবাসী রাজু ওরফে খোকন বড়ুয়া।শুক্রবার তাঁর বাড়িতে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে মনসা পুজো হয়।পুজোর পর প্রসাদ বিতরণ করা হয়। স্থানীয় মহিলারা মনসাদেবীর সামনে আরতিতেও মেতে ওঠেন।শিল্পী রাজু ওরফে খোকন বড়ুয়া মনসা মঙ্গল লোকগান পরিবেশন নিয়ে কিছু টুকরো ভিডিও পাঠিয়েছেন খবরের ঘন্টার দর্শকদের জন্য
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —