আমরা ভারতবাসীর মঞ্চে খবরের ঘন্টার সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ ১৫ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের এই পুণ্য লগ্নে ইতিবাচক সংবাদ মাধ্যম খবরের ঘন্টা এক সামান্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আমরা ভারতবাসীর সাংস্কৃতিক মঞ্চে। শিলিগুড়ি বাবুপাড়ার শক্তিসোপান ক্লাবের হল ঘরে মঙ্গলবার সন্ধ্যায় সেই অনুষ্ঠান হয়।
খবরের ঘন্টার এই সামান্য সংবর্ধনা অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য খবরের ঘন্টা কৃতজ্ঞতা জানায় আমরা ভারতবাসীর দোলা চক্রবর্তী ঘোষ,সঙ্গীত শিল্পী নির্মল গাঙ্গুলি, পাঞ্চালি চক্রবর্তী এবং তবলা শিল্পী জয়ন্ত দের প্রতি। খবরের ঘন্টার সংবাদ পাঠ থেকে শুরু করে সংবাদ সরবরাহ সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য খবরের ঘন্টা বিশেষ কৃতজ্ঞতা জানায় শ্রীমতি নন্দিতা ভৌমিক, শ্রীমতি সোমা দাস, শ্রীমতি অর্পিতা দে সরকার এবং শ্রীমতি পাঞ্চালি চক্রবর্তীকে। এই চারজনকে সংবর্ধনা প্রদানের মাধ্যমে স্বাধীনতা দিবসের দিন খবরের ঘন্টা শুরু করলো তাদের বিশেষ সন্মান প্রদান কর্মসূচি। আপাতত এই চারজনকে দিয়ে বিশেষ সন্মান প্রদান কর্মসূচি শুরু হলেও ভবিষ্যতে সময় সুযোগ বুঝে সীমিত ক্ষমতার মধ্যে খবরের ঘন্টা বিভিন্ন শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা,লেখক, শিল্পী সহ অন্যান্য গুনীজনদের সন্মান জানাতে চায়।
সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইতিবাচক ভাবনা নিয়ে থাকুন।
সেই অনুষ্ঠানে সংবর্ধনা স্মারকগুলো তুলে দেন ওয়ার্ড কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য সিক্তা দে বসু রায়, অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক পরিতোষ চক্রবর্তী, সুমিতা ক্যান্সার সোসাইটির সদস্য সৌমেন চক্রবর্তী এবং খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষ।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-