নিজস্ব প্রতিবেদন ঃ দেশের মাটি থেকে ইংরেজ হটাতে পরাধীন ভারতে বহু বিপ্লবী হাসি মুখে মৃত্যুবরন করেছেন।তাদের আত্মত্যাগ এবং সংগ্রামের জেরে আজ আমরা স্বাধীনতার সুখ ভোগ করছি। এমনই এক বীর বিপ্লবী হলেন ক্ষুদিরাম বসু।এখনো তাঁকে স্মরন করে একবার বিদায় দে মা গানটি শুনলে আমাদের রোমকূপ জেগে ওঠে। ১১ আগস্ট শুক্রবার সেই মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস ছিলো।শিলিগুড়ি পুরসভা এদিন শ্রদ্ধার সঙ্গে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন করে। শুক্রবার শিলিগুড়ি পুর সভার তরফে শিলিগুড়ি মাল্লাগুড়িতে অবস্থিত ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পরিষদ সদু দিলীপ বর্মন, শোভা সুব্বা সহ অন্যান্যরা।দেশের সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী ছিলেন ক্ষুদিরাম বসু।তিনি হাসিমুখে ফাঁসির দড়ি বরণ করে নিয়েছিলেন। ১৯০৮ সালের ১১ই অগাস্ট মুজফফরপুর বোমা মামলার ষড়যন্ত্রে ফাঁসি হয় ওই মহান বিপ্লবীর, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। তরুন বয়সেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন হাসিমুখে, উদ্দেশ্য ছিলো একটাই দেশকে পরাধীনতার শৃঙ্খল মোচন করা। তাঁর শরীরের মৃত্যু হলেও প্রতিটি ভারতবাসীর মনের মণিকোঠায় তিনি অমর হয়ে রয়েছেন। ১১ আগস্ট সেই মহান বিপ্লবীর আত্মবলিদান দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করলো শিলিগুড়ি পুর সভা।
অপরদিকে শিলিগুড়ি মাল্লাগুড়িতে বীর বিপ্লবী ক্ষুদিরামের মূর্তির পাদদেশে শুক্রবার শ্রদ্ধা নিবেদন করা হয় আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার তরফে। এখবর জানিয়েছেন সমিতির সম্পাদক সজল কুমার গুহ।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —