স্বাধীনতা দিবসে চিত্র প্রদর্শনী, অঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদন ঃ স্বাধীনতা দিবসে চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে শিলিগুড়ি অনুব্রত সমিতি।
মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিকদের কাছে ওই চিত্র প্রদর্শনীর বিষয়টি জানান সমিতির সদস্যরা। ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনপ ওই চিত্র প্রদর্শনীটি শিলিগুড়ি তেরাপন্থ ভবনে অনুষ্ঠিত হবে।যারা এতে অংশ নিতে চায় তাদেরকে আঁকা ছবি ১১ থেকে ১৩ আগস্টের মধ্যে জমা দিতে হবে । প্রদর্শনীর বিষয় যেগুলো রাখা হয়েছে সেগুলো হলো পরিবেশ, নেশা মুক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় একতা ও অহিংসা। প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদেরকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন সমিতির সদস্যরা।অপরদিকে শিলিগুড়ির আনন্দময়ী কালিবাড়ি সমিতির উদ্যোগে এবং দেবমিতা দাশগুপ্তের পরিচালনায় ১৫ই আগস্ট এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আনন্দময়ী কালিবাড়ি চত্বরে। সময় দুপুর বারোটা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুকরা যোগাযোগ করতে পারে।আনন্দময়ী কালিবাড়ি চত্বরে ইতিবাচক ভাবনা ছড়িয়ে দিতে পালা করে বিনামূল্যে অঙ্কন শিখিয়ে চলেছেন চিত্র শিল্পী দেবমিতা দাশগুপ্ত।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —