
নিজস্ব প্রতিবেদন ঃ উদ্বেগজনক হারে বাড়ছে স্ক্রাব টাইফাস।উত্তরদিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিকেলে ইতিমধ্যে এই রোগের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন। এরই পাশাপাশি জ্বরে আক্রান্তের সংখ্যাও রয়েছে যথেষ্ট। মশারি টাঙিয়ে থাকছেন অনেক রোগী। রায়গঞ্জ মেডিকেল সূত্রে জানানো হয়েছে, এই স্ক্রাব টাইফসে আক্রান্ত রোগীদের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ২৬ জনের হদিশ মিলেছে। বাকিদের রক্তের নমুনা পরীক্ষা চলছে। চিকিৎসকরা আশঙ্কা করছেন, এই রোগে আক্রান্তের সংখ্যাটা আরো বাড়বে । জ্বর, প্রবল শরীর ব্যাথা সহ একাধিক উপসর্গ থাকছে রোগীদের। প্রত্যেকেরই রক্তের নমুমা পরীক্ষা করার সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে। যাঁরা চিকিৎসাধীন তাদের অধিকাংশই গ্রামাঞ্চলের বাসিন্দা। পতঙ্গ বাহিত অন্যান্য রোগের মতোই স্ক্রাব টাইফাসের আতঙ্ক ক্রমেই বাড়ছে। রোগির পরিজনেরা তারা রীতিমত আতঙ্ক এবং ভয়ে রয়েছেন। তারা উদ্বেগেও রয়েছেন। এই রোগ অবশ্য পতঙ্গ বাহিত হলেও ছোঁয়াচে নয় বা এক মানুষের থেকে অন্য মানুষের মধ্যে ছড়ায় না ডেঙ্গির মত। আর রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসার ব্যবস্থার রয়েছে। যদিও আতঙ্কিত না হয়ে উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে রায়গঞ্জ মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-
