দুধের স্বাদ ঘোলে মেটানো, অনেক পর্যটক মালদায় আসছেন দীঘার স্বাদ নিতে

নিজস্ব প্রতিবেদন ঃ এ যেন অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা। যারা আসল দীঘায় যেতে পারছেন না তারা উত্তরবঙ্গের মালদা জেলার একটি স্থানে চলে আসছেন দীঘার স্বাদ নিতে।
একটু অবসর বা সময় পেলে বহু পর্যটক দীঘার সমুদ্র সৈকতে চলে যান। তবে এবার শুধু দক্ষিনবঙ্গে গিয়ে দিঘায় সময় কাটানো নয়,দীঘার সমুদ্রের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গের মালদাতেও দীঘার মতো পরিবেশ গড়ে উঠেছে।মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাটরার বিল কার্যত বর্ষার মরশুমে মিনি দীঘা বলে পরিচিত। মালদার মানুষদের পাশাপাশি দূর-দূরান্তের জেলাগুলি এমনকি রাজ্যের বাইরে থেকেও মালদার এই মিনি দিঘা দেখতে আসেন অনেক পর্যটক। বর্ষার এই মরশুমে সেই মিনি দীঘার কয়েক একর বিঘা জমি জলে পরিপূর্ণ হয়ে থাকে। যদিও এই মিনি দিঘাতে এবার যেসব পর্যটক বেড়াতে আসছেন তাদের মন খারাপ। কারণ এবার মালদা জেলাতে কম বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত কম হওয়ার জেরে জল তেমন নেই এই ভাটরা বিলে ।এবারে তাই এই মিনি দীঘার জলে সেই সমুদ্রের মত ঢেউয়ের দেখা মিলছে না।এতে মন খারাপ সেখানে বেড়াতে আসা বিভিন্ন পর্যটকের। যদিও জলের সেই ঢেউয়ের দেখা না মিললেও মানুষ জলে নেমেই পা ভেজাচ্ছেন। স্থানীয় এক দোকানদার বলেন, প্রতিবছর বর্ষার মরশুমে দক্ষিণ ভাটরা এই বিল কার্যত জলে ভরে যায় । একে সবাই মিনি দীঘা বলে পরিচিত। কিন্তু কার্যত এবার বর্ষার মরশুমে বৃষ্টি তেমন জেলাতে নেই যার ফলে দক্ষিণ ভাটরা বিলে এবার জল তেমন নেই। আর জল কম থাকায় ঢেউও তেমন নেই। তবুও দুধের স্বাদ ঘোলে মেটাতে অনেকেই আসল দীঘায় যেতে না পারলে এ দীঘায় আসছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —