রাজ্য জুড়ে ২৫ লক্ষ বৃক্ষরোপনের জন্য নানান অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমার বাগডোগরায়
বনমহোৎসব উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো। বাগডোগরা রেঞ্জের অধীন জঙ্গলি বাবা মন্দির সংলগ্ন বনাঞ্চলে মঙ্গলবার কার্শিয়াং ফরেস্ট ডিভিশন ওই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
গত ১৪ জুলাই থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বন মহোৎসব। ২০ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে ।এবারের এই বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে রাজ্য জুড়ে ২৫ লক্ষ চারা গাছ রোপন করা হবে।
মঙ্গলবারের ওই কর্মসূচিতে সিসিএফ সমীর গজমের, ডিএফ‌ও কার্শিয়াং হরিকৃষণ পিজে, এডিএফ‌ও ভূপেন বিশ্বকর্মা, বাগডোগরা বনবিভাগের রেঞ্জার সমীরণ রাজ সহ বাগডোগরা কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, বাগডোগরা পুলিশ,বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ সেনার আধিকারিকরা উপস্থিত ছিলেন।
সিসিএফ সমীর গজমের জানিয়েছেন, গোটা রাজ্যে মঙ্গলবারেই ২৫লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন হচ্ছে।এদিকে শিলিগুড়ি মহকুমার শিবমন্দির থেকে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটসের দার্জিলিং জেলা কমিটির তরফে সম্পাদক পিন্টু ভৌমিক জানিয়েছেন, বন বিভাগের আমন্ত্রণে সাড়া দিয়ে তারাও এদিন বাগডোগরার সেই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন।তাঁরা তাদের এলাকায় সকলের মধ্যে বৃক্ষরোপনের জন্য সচেতনতা বৃদ্ধি করছেন। তাদের তরফে সেই অনুষ্ঠানে পিন্টুবাবু ছাড়াও কনভেনর বিষ্ণুপদ বিশ্বাস, কিংশুক দাস সহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —