নিজস্ব প্রতিবেদন ঃ রাজনীতি তিনি করতে পারেন। একটি দলের পতাকা তিনি ধরতে পারেন বটে। কিন্তু আসলে রাজনীতির ময়দানে জীবনে প্রথম পা রাখলেও মানুষের সেবা করাটাই তাঁর নেশা।এবারের পঞ্চায়েত ভোটের ফল বের হওয়ার পর থেকেই তাই জলপাইগুড়ির ময়নাগুড়ি রোড নিবাসী মানব সেনকে নিয়ে আলোচনার শেষ নেই। তৃনমুলের টিকিটে তিনি ভোটে জয়ী হয়েছেন।
জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান এই মানব সেন। বিভিন্ন রকমের খাবারের প্যাকেট ফেরি করেন এই তরুণ। পেশায় ফেরিওয়ালা হলেও তাঁর জীবনের লক্ষ্যই হলো সমাজসেবা করা। মানুষের সেবা করার ভাবনা থেকেই এবার তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন তিনি । তাঁর বিপক্ষে ছিলেন কঠিন প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী। কিন্তু বিজেপির প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে জয় পেয়ে নজির গড়েছেন ফেরিওয়ালা মানব। ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকা থেকে প্রার্থী হয়েছিলেন তিনি ।
বিজেপি প্রার্থীর তুলনায় ১৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। রাজনীতির মাঠে প্রথম পা রাখার পর প্রথম নির্বাচনে জয়ী হয়েও মানব যেন আগের মতোই মাটির মানুষ। এই বিজয়ের পরও মনের উচ্ছ্বাস মনের মধ্যে গোপন রেখেই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে বুধবার তিনি বেরিয়ে পড়েন নিজের ফেরিওয়ালার কাজে।বলেন, ফেরিওয়ালার কাজ করে যা জোটে তা দিয়ে পেট চালানোর পর বাকিটা দিয়ে গরিব অসহায়দের সেবা করেন। এলাকার ভোটাররাও বলছেন,রাজনীতিতে এমন মানুষের সংখ্যা বৃদ্ধি পেলেই দেশ ও সমাজের মঙ্গল।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —