নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ির দুর্গা পুজোগুলোর মধ্যে যদি সেরা পুজোর তালিকা বাছাই করতে হয় তবে অবশ্যই উল্লেখযোগ্য তালিকায় শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার দাদাভাই স্পোর্টিং ক্লাবের নাম চলে আসে। গতবছর এই ক্লাব ২২টি পুরস্কার জিতে নিয়েছিলো। এবার এই ক্লাব
বাংলার কুটির শিল্পকে তাদের মন্ডপ সজ্জার থিম করেছে।
মঙ্গলবার নিয়মনীতি মেনে সেই দাদা ভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার খুঁটি পুজো সম্পন্ন হলো।
শিলিগুড়ির অন্যতম বিগ বাজেটের পুজো দাদা ভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা। মঙ্গলবার সেই ক্লাবের খুঁটিপুজোতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর সভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
এদিন দুপুরে শিলিগুড়ির দাদাভাই ক্লাবের মাঠে নিয়ম মেনে এই খুঁটি পুজো করা হয়। এবছর দাদাভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার ৪২ তম বর্ষে পদার্পণ করছে। স্থানীয় শিল্পীদের সঙ্গে মুর্শিদাবাদ, নবদ্বীপ থেকেও শিল্পীরা এসে এবার দাদাভাই ক্লাবের মণ্ডপসজ্জার কাজ করবেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-