
নিজস্ব প্রতিবেদন ঃ বর্ষা শুরু হয়েছে। এইসময় বন্য প্রাণীদের প্রজনন ঋতু শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ সংরক্ষিত বনে, এই অবস্থায় পর্যটক শূন্য এক রিসোর্ট উদ্ধার হলো বিরাট অজগর সাপ।

শুক্রবার সকালে ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরার জঙ্গল লাগোয়া পর্যটক শূন্য একটি বেসরকারি রিসোর্টের পাশে স্থানীয়দের নজরে আসে
অজগরটি। সঙ্গে সঙ্গে রিসোর্ট সংলগ্ন বন বিভাগের ধুপঝোরা বিট অফিসে খবর দেওয়া হয়। বনকর্মীরা এসে স্থানীয় লোকজনের সহায়তায় অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।ওই অজগর সাপটি লম্বায় প্রায় ১৪ ফুট । সাপটিকে উদ্ধারের পর তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।সাপটি শারীরিকভাবে সুস্থ থাকায় গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-