সিকিমের মুখ্যমন্ত্রী সংবর্ধনা জানালেন শিলিগুড়ির তরুন ক্রীড়া শিল্পোদ্যোগী গৌরবকে

নিজস্ব প্রতিবেদন ঃ  শিলিগুড়ির তরুন ক্রীড়াপ্রেমী গৌরব ভট্টাচার্যকে সংবর্ধনা জানালেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। শনিবার সিকিমের পালজোর স্টেডিয়ামে সিকিম প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেখানেই সম্বর্ধনা জানানো হয় শিলিগুড়ির তরুণ ক্রীড়া শিল্পোদ্যোগী গৌরবকে। প্রায় এক মাস ধরে সিকিমের বাছাই করা আটটি দল নিয়ে এই ফুটবল প্রিমিয়ার লিগ চলছে। শনিবার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় সিকিম আক্রামন। সমগ্র প্রিমিয়ার লিগটি সম্পন্ন হয়েছে শিলিগুড়ির সিলকো ফুটবলের মাধ্যমে। সিলকো ফুটবলের অন্যতম কর্ণধার তরুণ শিল্পোদ্যোগী তথা ক্রীড়া প্রেমী গৌরব ভট্টাচার্য শিলিগুড়ির বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়া প্রেমী খোকন ভট্টাচার্যের পুত্র। খোকনবাবু ক্রীড়া শিল্প ক্ষেত্রে বহুদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। তিনি শুধু ফুটবলই তৈরি করেন না, তার সঙ্গে আরো অনেক ক্রীড়া সামগ্রী তৈরি করেন। পাঞ্জাবেও তার ক্রীড়া শিল্প সামগ্রীর সুনাম ছড়িয়ে রয়েছে। সিকিমের এই প্রিমিয়ার লিগটি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অনুমোদিত। সিলকো ফুটবলের মাধ্যমে খেলা অনুষ্ঠিত হওয়ায় বিভিন্ন ফুটবল খেলোয়াড়েরা বেশ খুশি। আর তার জেরেই জেরেই সিকিমের মুখ্যমন্ত্রী শিলিগুড়ি তরুণ গৌরব ভট্টাচার্যকে সম্বর্ধনা জানালেন।