
- নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙের ঐতিহাসিক গৌরীহাটের মেলা ও স্নান রবিবার শুরু হতে চলেছে। জলপাইগুড়ির ঐতিহাসিক বিভিন্ন মেলাগুলোর মধ্যে গৌরীহাটের মেলা একটি। আটদিন ধরে চলবে এই মেলা।দুই বছর পর ফের করোনাকে কাটিয়ে এই মেলা হতে চলেছে।এখন মেলার বিভিন্ন সরঞ্জাম বসানোর কাজ চলছে । যদিও এই মেলার জন্য উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের যাতে কোন ধরনের অসুবিধা না হয় তার জন্য মাইকের ব্যবহার খুব কম শব্দে হবে । মেলা কমিটির সদস্যরা এমনটাই জানিয়েছেন। পাশাপাশি এই বছর ব্যবসায়ীরা তাদের ব্যবসা ভালো করে করতে পারবে বলে তারা আশা করছেন । উত্তরবঙ্গেরর বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও পূণাথীরা এখানে এসে থাকেন।এবারও আসার জন্য তারা তৈরী হচ্ছেন।শুরু হয়েছে নাগরদোলা থেকে রকমারি দোকান পত্র বসানোর কাজ।