জি টোয়েন্টির শীর্ষ সন্মেলনের জন্য ৩১টি দেশের প্রতিনিধি সিকিমে

  1. নিজস্ব প্রতিবেদন ঃ এবছরের জি টোয়েন্টি বা বি টোয়েGন্টির শীর্ষ সম্মেলন এর জন্য বিভিন্ন দেশ থেকে ৩১ জন প্রতিনিধি বুধবার সিকিম পৌঁছেছেন।প্রতিনিধিদের মধ্যে রয়েছে দ্য গ্রুপ অব টোয়েন্টি বা জি টোয়েন্টি দেশের প্রতিনিধিরা।এরমধ্যে রয়েছেন ্আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা। তুর্কে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভুটান, নেপাল ও বাংলাদেশের প্রতিনিধিরা।

ওই প্রতিনিধিরা বিমানবন্দরে পৌঁছালে উচ্চ পদস্থ প্রশাসনিক আধিকারিকরা তাদের স্বাগত জানান। এর বাইরে সিকিমের ১৫টি জাতিগোষ্ঠী তাদের প্রথাগত নিয়ম অনুযায়ী সকল প্রতিনিধিকে
স্বাগত জানায়। বি টোয়েন্টি
হল বিশ্বব্যাপী ব্যবসায়িক সম্প্রদায়ের সাথে জি টোয়েন্টির সবচেয়ে বিশিষ্ট এনগেজমেন্ট গ্রুপগুলির মধ্যে সরকারিভাবএক আলোচনার ফোরাম। সিকিমের জন্য এই বি টোয়েন্টি অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরতে এবং জি টোয়েন্টি দেশগুলির ব্যবসায়িক সম্প্রদায়গুলির সাথে অংশীদারিত্বের পথ প্রশস্ত করার একটি বিশাল সুযোগ এনে দেবে। অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য এবং কৌশলগত অবস্থানের জন্য পরিচিত সিকিম।সিকিমের পর্যটন, আতিথেয়তা, কৃষি এবং ফার্মাসিউটিক্যালসে বহুপাক্ষিক ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য বিস্তৃত সুযোগ প্রদান করে থাকে । এটি একটি বিরল ফোরাম যেখানে সম্মিলিতভাবে অর্থনৈতিক শক্তির সমস্যাগুলো জি টোয়েন্টি দেশগুলির সম্মানিত প্রতিনিধিদের কাছে উপস্থাপন করা যাবে।
ভারতের জি টোয়েন্টি প্রেসিডেন্সির থিম হল – “বসুধৈব কুটুম্বকম” বা “এক পৃথিবী। একটি পরিবার। একটি ভবিষ্যত”