পাঁচ টাকার কয়েন ফেললেই মেশিন থেকে কাপড়ের ব্যাগ,শহরকে প্লাস্টিক মুক্ত করার নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন ঃ প্লাস্টিক ক্যারিব্যাগ শিলিগুড়িতে নিষিদ্ধ হয়েছে। প্লাস্টিক ক্যারিব্যাগ পরিবেশের দূষন সৃষ্টি করে। শিলিগুড়িতে প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে বহু বার অভিযান হয়েছে। তবুও বন্ধ হয়নি প্লাস্টিক ক্যারিব্যাগ।এবারে প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত শহর গড়ার আবেদন নিয়ে এগিয়ে এলো শিলিগুড়ির ঐতিহ্যময়ী আনন্দময়ী কালিবাড়ি এবং ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি মিডটাউন।আনন্দময়ী কালিবাড়ির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানিয়েছেন, তাঁরা কালিবাড়ি চত্বরে একটি মেশিন বসাচ্ছেন।সেই মেশিনে পাঁচ টাকার কয়েন ফেললেই কাপড়ের ব্যাগ বের হবে।সেই কাপড়ের ব্যাগে বাজার করা যায়।আনন্দময়ী কালিবাড়ির গায়েই ডি আই ফান্ড হাটের পুরনো বাজার,তার সঙ্গে মহাবীরস্থান। বহু মানুষ সেখানে প্রতিদিন বাজার করতে আসেন। বাজারে প্লাস্টিক ক্যারিব্যাগ কেও ব্যবহার না করে কালিবাড়ি চত্বরে বসানো মেশিনে পাঁচ টাকার কয়েন দিয়ে কাপড়ের ব্যাগ সংগ্রহ করতে পারেন।শহরকে প্লাস্টিক মুক্ত শহর গড়ার লক্ষ্যেই এই বিশেষ প্রয়াস।শীঘ্রই আনন্দময়ী কালিবাড়ি চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই মেশিন চালু হবে।