সবুজের প্রেমে আবু আহমেদ

সোমনাথ চট্টোপাধ্যায় : শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ড নিবাসী আবু আহমেদ ভালোবাসেন গাছ।তিনি চান গোটা ভারত সবুজে সবুজ হয়ে উঠুক। তাঁর কথায়,সবাই গাছ নিয়ে মেতে থাকলে এবং চারদিকে সবুজের পরিবেশ তৈরি হলে সবাই ভালো থাকবেন। আর সেই ভাবনাতে নিজের বাড়িতে ক্যাকটাস সহ বিভিন্ন গাছের চারা তৈরি করেন তিনি। সেই সব চারা গাছ নিয়ে তিনি প্রতিদিন শিলিগুড়ি ভেনাস মোড়ে বসে পড়েন। যে পরিমান তিনি চারা তৈরি করেন সেই অনুপাতে বিক্রি হয় না বটে। তবুও তিনি সবুজ পরিবেশ তৈরির বার্তা দিতেই এ নেশায় মেতে থাকেন।