বাংলা ভাষা শিখলে চাকরি পাওয়া যাবে,এই নিশ্চয়তা দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে

নিজস্ব প্রতিবেদন ঃ পশ্চিমবঙ্গে বাংলা ভাষা শিখলে চাকরি বা কর্মসংস্থান হবে।এই গ্যারান্টি সরকার থেকে দেওয়া হলে বাংলা ভাষা শেখার প্রতি উৎসাহ দেখা দেবে বলে মনে করেন শিলিগুড়ি পূর্ব বিবেকানন্দ পল্লী নিবাসী ধ্রুব সরকার। বাংলার ভাষা সংক্রান্ত আন্দোলন বহু দিন ধরে চালিয়ে যাচ্ছেন ধ্রুববাবু।তিনি একসময় রেলে চাকরি করতেন।আগামী একুশে ফেব্রুয়ারি স্মরনে ধ্রুববাবু আরও বলছেন,শিলিগুড়িতে বহু বড় বড় পাকা ইমারত তৈরি হচ্ছে। সেই সব বড় বড় ইমারতে দেখা যাচ্ছে, বাড়ির নামের উচ্চারণ বাংলাতে হলেও পুরো নামটি লেখা রয়েছে ইংরেজি হরফে। যাঁরা বাঙালি, যাদের প্রথমে বাংলা ভাষা নিয়ে উৎসাহ থাকা দরকার, তাঁরাই যদি বাংলা ভাষা ব্যবহারে উৎসাহ না দেখায় তবে কিভাবে বাংলা ভাষা টিকে থাকবে?