নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জংশন ট্রাফিক গার্ডের উদ্যোগে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় জংশনে । সেখানে দুঃস্থ অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র ও ফল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী, ডিসিপি জয় টুড, ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা, পূর্ণিমা শেরপা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।