নিজস্ব প্রতিবেদন ঃ আবারও চোখের গুরুতর রোগে ভুগতে শুরু করেছেন পদ্মশ্রী করিমূল হক। তাঁর বাম চোখের মধ্যে অনবরত রক্তক্ষরন হয়ে যাচ্ছে। সেই চোখের দৃষ্টিশক্তিও ঝাপসা হয়ে যাচ্ছে। কিন্তু চোখের সেই যন্ত্রণা উপেক্ষা করে অনবরত মানুষের সেবা চালিয়ে যাচ্ছিলেন পদ্মশ্রী। কিন্তু বিষয়টি নজরে আসে শিলিগুড়ি বর্দ্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের বিশিষ্ট সমাজসেবী কমলেশ গুহের। তিনি করিমূলবাবুকে পরামর্শ দেন, অবিলম্বে চোখের চিকিৎসা আবার শুরু করাতে।অবিলম্বে চোখের চিকিৎসা শুরু না হলে চিরতরে বাম চোখের দৃষ্টি শক্তি চলে যেতে পারে তাঁর। করিমূলবাবু তাতেও কর্নপাত না করে সামাজিক কাজ চালিয়ে যেতে থাকেন।তিনি কমলেশবাবুদের জানাতে থাকেন,সমাজসেবার কাজে তাকে এত ব্যস্ত থাকতে হচ্ছে যে নিজের চোখের চিকিৎসা করানোর সময় পাচ্ছেন না।শনিবার শেষমেষ এই প্রতিভাবান মানবদরদী মানুষকে ধ্বংস হতে দেওয়া যাবে না এই মানসিকতা থেকে একপ্রকার জোর করেই সমাজসেবী কমলেশ গুহ করিমূলবাবুর চোখের চিকিৎসার উদ্যোগ নেন।এদিন পদ্মশ্রী করিমূল হক দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটে এলে বিশিষ্ট বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডাঃ সঙ্গীতা ডি গোস্বামী পদ্মশ্রীর চোখের চিকিৎসা শুরু করেন।এদিন পদ্মশ্রীর চোখে ইনজেকশন দেওয়া হয়েছে। ডাক্তার সঙ্গীতা ডি গোস্বামী জানিয়েছেন, নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হবে পদ্মশ্রীকে।