
নিজস্ব প্রতিবেদন ঃ বছরের বিভিন্ন সময় তাঁরা মানবিক ও সামাজিক কাজ করেন।দৃষ্টিহীনদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে রক্তদান, বৃদ্ধদের পাশে দাঁড়ানো সবটাই দেশ প্রেমের ভাবনা থেকে তাঁরা করে থাকেন।আর এরজন্য তাঁরা পুরষ্কৃতও হয়েছেন।সম্প্রতি বীরভূম জেলার বোলপুরে এক অনুষ্ঠান হলে সেখানে তাঁরা তাদের কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার পেয়েছেন। ইন্টরান্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটসের দার্জিলিং জেলার সম্পাদক পিন্টু ভৌমিক জানালেন,দেশ প্রমের ভাবনাতে তাঁরা সারা বছর ধরেই কাজ করেন।তবে জানুয়ারি মাসে সেই কাজ বা কর্মসূচি আরও বেশি হয়।
