পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব

নিজস্ব প্রতিবেদন ঃ পয়লা জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কল্পতরু উৎসব পালিত হবে বিভিন্ন স্থানে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই বিশেষ দিনে কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু হয়েছিলেন।ঠাকুর এই বিশেষ সময়ে ভক্তদের উদ্দেশ্যে তোমাদের চৈতন্য হোক বলে বার্তা দিয়েছিলেন। শিলিগুড়ি প্রধান নগরে শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রমেও এই বিশেষ দিনে ঠাকুরের পুজো সহ অন্য অনুষ্ঠান হবে। এই বিশেষ দিন সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সহকারী সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ কিছু বক্তব্য মেলে ধরেন খবরের ঘন্টার কাছে।