নিষিদ্ধ পল্লীর মেয়েদের স্বনির্ভরতার মাধ্যমে মূল স্রোতে ফেরানোর ব্যতিক্রমী কাজে এই গৃহবধূ

নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে নিষিদ্ধ পল্লীতে গিয়ে অসহায় মেয়েদের মূল স্রোতে ফেরানোর ব্যতিক্রমী কাজে নেমেছেন শিলিগুড়ি শক্তি গড়ের গৃহবধূ রোজলি দত্ত। পরিস্থিতির শিকার হয়ে নিজের অজান্তে অনেক মেয়ে নিষিদ্ধ পল্লীতে পাচার হয়।কিন্তু পরে সেই মেয়েরা সেই পরিবেশ থেকে ফিরতে চাইলেও আর পারেন না। কেননা সমাজের অনেক মানুষ তাদেরকে উদার মানসিকতা নিয়ে গ্রহণ করতে পারে না। অনেক মেয়ে আবার স্বনির্ভর নয়।সেই সব মেয়েদের স্বনির্ভর করে মূল স্রোতে ফেরানোর ব্যতিক্রমী কাজ দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন রোজলি দত্ত। তাঁকে এই কাজে সহযোগিতা করছেন তাঁর স্বামী কৌস্তভ দত্ত। রোজলি বলেন, নিষিদ্ধ পল্লীতে অনেক প্রতিভা রয়েছে। কেও সঙ্গীত,কেও অঙ্কন, কেওবা নৃত্য চর্চায় উৎসাহী।মূল স্রোতে ফেরানোর সময় তাদের সেই সব প্রতিভাকেও নতুন করে উস্কে দেওয়া হচ্ছে। রোজলিদেবীর এই ব্যতিক্রমী এবং সাহসী কাজের কিন্তু তারিফ করছেন অনেকেই।