নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ সিঙ্গাপুরে ফিজিওথেরাপির ওপর বিশেষ দক্ষতা প্রদর্শনীতে যোগ দিয়ে দ্বিতীয় স্থান অধিকার করলেন শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস লাগোয়া হাতিয়াডাঙার তরুণ সুব্রত সরকার। বেশ কয়েকদিন আগে সিঙ্গাপুরে ফিজিওথেরাপির সেই দক্ষতা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তাতে আমেরিকা, নিউজিল্যান্ড থেকেও অনেক প্রতিযোগী যোগ দেয়। কিন্তু সেখানে ভারত থেকে শিলিগুড়ির সুব্রত সরকার সকলকে তাক লাগিয়ে দেন। সুব্রত আগামী দিনে পদ্মশ্রী করিমুল হক এর কথা স্মরণ করে গ্রামে গ্রামে বাইক নিয়ে মানুষের সেবা করতে চান। ইতিমধ্যে তিনি সেই কাজ শুরুও করে দিয়েছেন।
হাতিয়াডাঙ্গার যুবক সুব্রত সরকার এর বয়স ৩০ বছর। ফিজিওথেরাপির ওপর তার বিশেষ দক্ষতা রয়েছে। বেঙ্গালুরুতে তিনচার বছর তিনি কাজ করেছেন। তারপর মাটির টানে বেঙ্গালুরু থেকে শিলিগুড়ি চলে আসেন। এখন শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকায় ব্যথায় কষ্ট পাওয়া বিভিন্ন মানুষ তাকে ফোন করলে তিনি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে সেবা করতে ছুটে যান বাইক নিয়ে। যারা খুবই গরিব তাদের কাছ থেকে কোনও পয়সা নেন না। তবে বিকলাঙ্গদের সুস্থ করার জন্য বেশি গুরুত্ব দিয়ে কাজ করছেন তিনি। শিলিগুড়ি শান্তি নগরে একজন অসুস্থ ব্যক্তি চার বছর ধরে বিছানা থেকে উঠে চলাফেরা করতে পারছিলেন না। সুব্রত একটানা ফিজিওথেরাপির মাধ্যমে ওই ব্যক্তিকে বিছানা থেকে নামিয়ে চলাফেরা করিয়ে দিতে পেরেছেন। আবার আমবাড়ির প্রায় পঙ্গু হয়ে যাওয়া এক অসুস্থ ব্যক্তিকে অনেকটাই চলাফেরা করিয়ে দিতে সক্ষম হয়েছেন। আগামী দিনে এই কাজের পাশাপাশি ইলেকট্রো হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করে গ্রামের মানুষের সেবা করতে চান সুব্রত।