গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশনের অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার যাত্রা শুক্রবার শিলিগুড়িতে শুরু হয়েছে। যদিও এই সংগঠন আগে থেকেই কাজ করছিলো। এদিন তাদের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শিলিগুড়ি চম্পাসারি মিলন মোড়ে শুক্রবার এ-উপলক্ষ্যে অনুষ্ঠান হয়। সেখানে সাহুডাঙি শ্রীরামকৃষ্ণ আশ্রমের স্বামী বিনয় মহারাজ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্ত সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সংগঠনর সাধারণ সম্পাদক বিন্দু শর্মা জানিয়েছেন, তাঁরা অতীতেও বিভিন্ন রকম সামাজিক কাজ করেছেন,আগামীতে সেই সামাজিক ও মানবিক কাজের পরিমান আরও বাড়বে।অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়। ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকারকেও সেখানে সংবর্ধনা দেওয়া হয়।