নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি ঃশুক্রবার আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে আমরা সমাজের বিভিন্ন মহিলাকে কুর্নিশ জানাবো তাদের কাজের জন্য। এর মধ্যে শিলিগুড়িতে সমাজসেবিকা হিসেবে চিহ্নিত আইনজীবী জ্যোৎস্না আগরওয়াল এর নাম উল্লেখ করতেই হয়। তিনি ধারাবাহিকভাবে ব্যতিক্রমী কাজ করে চলেছেন।
দীর্ঘ কয়েক বছর ধরে সমাজসেবিকা হিসেবে উত্তরবঙ্গের বিভিন্ন মহলে নিজের নাম একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গিয়েছেন জ্যোৎস্নাদেবী। তিনি রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন সদস্যাা। আরো উল্লেখ করার বিষয় হলো দু-দুবার তার ব্রেন টিউমারের অপারেশন হয়েছে। এখনো তাকে নিয়মিত ওষুধ সেবন করে যেতে হয়। অথচ আশ্চর্যজনকভাবে এই অবস্থাতেও তিনি দুঃস্থ এবং পিছিয়ে পড়া বা বিপদগ্রস্তদের জন্য দিনরাত কাজ করে চলেছেন। এর বাইরে পরিবেশ রক্ষার জন্য তার অবদান বিরাট। স্থানীয় সংস্কৃতির বিকাশেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন উত্তরবঙ্গ পৌষ মেলা আয়োজনের মাধ্যমে। মহানন্দা নদীর দূষণ ঠেকাতে তিনি দিনের পর দিন কাজ করে যাচ্ছেন। আবার পৌষ মেলা থেকে যে অর্থ তাদের আসে তা দিয়ে সারা বছর ধরে দুঃস্থ মেধাবীদের বইপত্র কিনে দিচ্ছেন। কন্যাদায়গ্রস্ত পিতাদের মেয়ের বিয়ের জন্য টাকা দেওয়া, কাউকে ওষুধ কেনার জন্য অর্থ সাহায্য করার মতো মহান কাজেও তিনি পিছিয়ে নেই। তাছাড়া নির্যাতিতা মহিলাদের বিচার দেওয়ার জন্য তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন নিঃস্বার্থভাবে। তার বক্তব্য, প্রচার চাই না।সারা বছর ধরে এসব কাজ করতে ভালো লাগে। আর তা করেও যাবো। নিজেট অসুস্থতা উপেক্ষা করে তিনি যেভাবে কাজ করছেন তা অনেকের কাছে অনুকরনীয় বিষয় হয়ে উঠছে।