নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস। বিশেষ এই দিনে আমরা মহিলাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। কিন্তু এর মধ্যেই আমরা উল্লেখ করতে চাই, নতুন প্রজন্মের মেয়েদের মধ্যে ব্যতিক্রমী অনেকেই আছে। তার একটি উদাহরণ, শিলিগুড়ি বিধান মার্কেট এলাকার বাসিন্দা কলেজ ছাত্রী সুসৃতা রায় প্রবন্ধ প্রতিযোগিতা জাতীয় স্তরের পুরস্কার ছিনিয়ে আনলো কয়েকদিন আগে। সুসৃতা বলেন, যত ছেলেমেয়েরা সৃজনশীল কাজে মনোনিবেশ করবে ততই তাদের পড়াশোনার অতিরিক্ত চাপ কমে গিয়ে পড়াশোনার প্রতি অন্যরকম মনোযোগ বা মেধা তৈরি করবে।
১৯ বছর বয়সী সুসৃতা রায়। ও কলকাতার কেকে দাস কলেজে ইংরেজিতে অনার্স নিয়ে বিএ দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে। প্রবন্ধ লেখার পাশাপাশি সুসৃতা ভালো কবিতা লেখে। আবার বিভিন্ন স্থানে ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। কিছুদিন আগে প্রবন্ধ প্রতিযোগিতায় ভারত সরকারের কৃষি দপ্তর থেকে পুরস্কার জিতে নিয়েছে সুসৃতা। সুস্মিতা ভালো নাচ করতে পারে। ক্লাসিক্যাল যেমন ভরত নাট্যম, কত্থক, রবীন্দ্র নৃত্য ওর বেশ পছন্দ। ভবিষ্যতে ও অনুবাদক হতে চায়। একই সঙ্গে অধ্যাপনা করতে চায় সুসৃতা।ও বলে, পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজে ছেলেমেয়েরা ব্যস্ত থাকলে বাড়তি একটা শক্তি আসে। আর সেই সৃজনশীল কাজ চালিয়ে যেতে থাকলে সমাজেরও অনেক লাভ। দেশের কাজেও বাড়তি শক্তি পাওয়া যায়। মানবিকতাবোধও তৈরি হয়। ওর মা সুলেখা সরকার কবি হিসেবে বিভিন্ন মহলে এখন একটি পরিচিত নাম