
নিজস্ব প্রতিবেদন ঃসাইকেলে কেদারনাথ।আলিপুরদুয়ার এক নম্বার ব্লকের পাতলাখাওয়া এলাকা থেকে এক যুবক কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন।। তার নাম জ্যোতিষ বর্মন। বাবা নিখিল বর্মন সামান্য কৃষক। বাবা ভোলানাথের প্রতি অখন্ড ভক্তি নিয়ে সোমবার সেই যুবক এলাকার বয়েস ক্লাব থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই যাত্রা শুরু করার সময় তিনি বলেন যে ছোটবেলা থেকেই তার এই স্বপ্ন ছিলো যে তিনি কেদারনাথে সাইকেলে করে যাবেন, এই বিষয়ে বিভিন্ন মানুষকে তাঁর সঙ্গে যাওয়ার কথা বললেও কেউ রাজি হয়নি। অবশেষে একাই সাইকেল নিয়ে কেদারনাথের পথে রওনা দিলেন তিনি।বাবা ভোলানাথের দর্শন পেতে একমাত্র সাইকেল চালিয়ে এতটা দূরত্ব অতিক্রম করবেন।এদিন তার যাত্রা শুরুর সময় তার সামনে উপস্থিত ছিলেন গ্রামবাসীরা।
