মায়ের পায়ের জবা হয়ে ওঠার মতো অনুশীলন-মন কোথায়

নিজস্ব প্রতিবেদন ঃআমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন,এই সঙ্গীত শ্যামা পুজোর সময় সর্বত্র বাজতে থাকে।কিন্তু আমাদের মন কতটা সেই ফুলের মতো হয়ে উঠছে সেটাই প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে পুজোর ঠিক আগে। আমরা মন্ডপ সজ্জা, আলোক সজ্জায় জৌলুস বাড়িয়ে চলছি।কিন্তু প্রকৃত নিষ্ঠার পুজো কোথায়? শিলিগুড়ি সুভাষ পল্লীস্থিত ভারত সেবাশ্রম সংঘের বিশিষ্ট বিশেষজ্ঞ পুরোহিত জগদীশ মৈত্র শুক্রবার খবরের ঘন্টাকে জানালেন পুজোর কিছু তাৎপর্য। তাঁর মতে,পুজো মানে পৃথিবীর পুজো।পুজো মানে প্রকৃতি পরিবেশের পুজো। মাতৃ আরাধনা মানে নারী জাতিকে সম্মান প্রদর্শন। কিন্তু কোথায় সেসব হচ্ছে? ফলে পুজোর সার্থকতা নিয়ে প্রশ্ন তোলেন জগদীশবাবু।