![Screenshot_20221021-092115_Facebook](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/10/Screenshot_20221021-092115_Facebook-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃবিভিন্ন এলাকায় ডেঙ্গু ছড়িয়েছে। ডেঙ্গু ছড়ায় মশা থেকে। শিলিগুড়িতে এবার তাই পরিবেশ সচেতনতার সঙ্গে মশার বিরুদ্ধেেও ব্যবস্থা গ্রহণের কাজে নামলো মহানন্দা বাঁচাও কমিটি। বৃহস্পতিবার মহানন্দা বাঁচাও কমিটির নেত্রী তথা বিশিষ্ট পরিবেশবিদ জ্যোৎস্না আগরওয়ালা শিলিগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ড এলাকায় নিজেদের স্বেচ্ছাসেবী লোকজন নিয়ে নর্দমা পরিস্কারের কাজে নামেন । বহু নর্দমায় দেখা যাচ্ছে নিয়মিত পরিস্কার হচ্ছে না। নর্দমার মধ্যে অনেকে প্লাস্টিক সহ অন্যান্য বর্জ্য ফেলে রাখছেন।এতে জল জমে নর্দমার মধ্যে মশার বংশবৃদ্ধি ঘটছে। উপদ্রব হচ্ছে অন্যান্য পোকামাকড়েরও।এতে বিভিন্ন রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ছে। মানুষের কষ্ট বাড়ছে পরিবেশ সচেতনতার অভাবে। তাই এদিন জ্যোৎস্নাদেবীরা পরিবেশ সচেতনতার প্রচার চালানোর সঙ্গে সঙ্গে নর্দমা পরিস্কারও করেন।আসন্ন দীপাবলির শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে জ্যোৎস্নাদেবীরা সকলকে পরিবেশ বিষয়ে সচেতন থাকার আবেদন জানিয়েছেন।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)