নিজস্ব প্রতিবেদন ঃইতিবাচক ভাবনা নিয়ে কাজ করে চলেছে শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা একটি প্রয়াস।দীপাবলি ও ধনতেরস উপলক্ষে ওই সংস্থার সমাজসেবী তনিমা ঘোষ ও অন্যরা বৃহস্পতিবার শিলিগুড়ির খালপাড়াতে সমাজের পিছিয়ে পড়া ২০০ জন শিশুর মধ্যে খাবারের প্যাকেট বিতরন করেন। তাদের এই মানবিক প্রয়াসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বার্বিকিউ নেশন।যেসব শিশু আর দশজন শিশুর মতো রেস্তরায় বসে খাবার আনন্দ ও স্বাদ উপভোগ করতে পারে না,তাদের জন্যই এই আয়োজন বলে জানান অন্যতম উদ্যোক্তা তনিমা ঘোষ। দীপাবলি উপলক্ষে অনগ্রসর ওই শিশুদের হাতে মাটির প্রদীপও তুলে দেওয়া হয়।এই প্রয়াসের অন্যতম উদ্যোক্তা সমাজসেবী তনিমা ঘোষ বলেন, সবারই ইচ্ছে করে জীবনের আনন্দ উপভোগ করতে। আর একটি প্রয়াস সবসময় তাদের পাশেই থাকে। এই সব ছোট শিশুরা জীবনের আনন্দ থেকে অনেকটাই দূরে। তাই ওরা যাতে একটি দিনও অন্তত হাসিমুখে থাকে তবেই এই প্রয়াস সফল হবে। এধরনের মানবিক ও সামাজিক প্রয়াস তাদের অনবরত চলতে থাকবে বলেও জানান তনিমাদেবী। আজ ওরা যে আনন্দ পেল সেটাই আমাদের কাছে অনেক।তনিমাদেবী আরও বলেন, আমরা চেষ্টা করব ভবিষ্যতে যাতে ওদের পাশে আরো বেশী করে থাকা যায়। এদিন বেশীরভাগ শিশুর মধ্যে ওই ঘটনা নিয়ে উৎসাহের অন্ত ছিল না। উপহার পেয়ে তারাও যথেষ্ট খুশী তা তাদের চেহারার মধ্যেই দেখা যায় ।