শ্যামা পুজোর মুখে নতুন শাড়ি বিতরন লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি কেয়ারের

নিজস্ব প্রতিবেদন ঃসাধারণ গরিব মানুষের কথা ভেবে সমাজের জন্য বিভিন্ন কাজ করে চলেছে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি কেয়ার। সমাজের অনগ্রসর হতদরিদ্র মানুষদের এগিয়ে দিতে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি কেয়ার এর কর্মসূচিগুলো বিভিন্ন মহলে দাগ কাটছে। আর রবিবার ১৬ অক্টোবর তাদের এরকমই একটি কর্মসূচি ছিলো। এদিন শিলিগুড়ি শহর লাগোয়া শালুগাড়ার খোলাচাঁদ ফাপড়ি এলাকায় অনগ্রসর হতদরিদ্র মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করে ওই সংগঠন। বহু হতদরিদ্র মহিলা শ্যামা পুজোর মুখে নতুন শাড়ি পেয়ে বেশ খুশি। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি কেয়ার এর সভাপতি সি এ ঘনশ্যাম মিশ্র, সম্পাদক সি এ চাঁদকুমার বাগাড়িয়া, কোষাধ্যক্ষ সি এ ইয়াদেশ প্রসাদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংগঠন সভাপতি সি এ ঘনশ্যাম মিশ্র জানিয়েছেন, এরপর নভেম্বর মাসে তাঁরা একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করবেন অনগ্রসর হতদরিদ্র ছেলেমেয়েদের এগিয়ে দিতে। তার সঙ্গে নভেম্বর মাসে রক্ত দান শিবিরও অনুষ্ঠান হবে