![Screenshot_20221014-101935_Facebook](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/10/Screenshot_20221014-101935_Facebook-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ জন্মদিনে একজন বয়স্ক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মুখে হাসি ফোটালেন শিলিগুড়ি জ্যোতিনগর বিনয় চৌধুরী সরনির সমাজসেবী অপূর্ব ঘোষ। বৃহস্পতিবার বিকালে তিনি জ্যোতিনগর এলাকাতেই এক বিশেষ চাহিদাসম্পন্ন বৃদ্ধের হাতে ট্রাই সাইকেল তুলে দেন। ওই বৃদ্ধ মানুষ কষ্টে ছিলেন,ট্রাই সাইকেল পেয়ে এদিন তিনি বেশ খুশি। প্রতি বছর জন্মদিনে এরকম সামাজিক ও মানবিক কাজ করেন অপূর্ববাবু।এবারও তার ব্যতিক্রম হয়নি। স্থানীয় শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির সম্পাদক কমল মজুমদারও এই মানবিক কাজের তারিফ করেন। সামনে আলোর উৎসব। তার আগে এই ধরনের কাজের মাধ্যমে অন্যরকম আলোর বার্তাই দিতে চান অপূর্ববাবু। স্বামী এধরণের সামাজিক ও মানবিক কাজ করতে থাকায় খুশি স্ত্রী লক্ষ্মী ঘোষও।কিছু দিন আগে বাড়িতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে অপূর্ববাবু রক্তদান শিবির থেকে শুরু করে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, ওষুধ বিতরন, শাড়ি বিতরন কর্মসূচি গ্রহণ করেন।লায়ন্স ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন অপূর্ববাবু। তাছাড়া তিনি ইলেক্ট্রোগ্রুপের প্রধান কর্তা। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বৈকুন্ঠপুর ফরেস্ট লাগোয়া রাধাকৃষ্ণ মন্দিরে স্থানীয় অনগ্রসর মানুষদের মধ্যে বিশুদ্ধ পানীয় জল বিতরনের উদ্যোগ নেন তিনি।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)