![Screenshot_20220922-091646_Facebook](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/09/Screenshot_20220922-091646_Facebook-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমায় শান্তিপূর্ণভাবে দূর্গা উৎসবকে সম্পন্ন করতে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করে দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ করল দার্জিলিং জেলা পুলিশ । বৃহস্পতিবার নকশালবাড়ি কমিউনিটি হলে এবিষয়ে এক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বলকার , অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ, এবং এসডিপিও নকশালবাড়ি অচিন্ত্য গুপ্ত, শিলিগুড়ির মহকুমা শাসক প্রিয়াঙ্কা সিং সহ অন্যান্যরা ।এই পূজো গাইড ম্যাপ প্রকাশের সঙ্গে সঙ্গে ছযটি পুজো কমিটির সদস্যদের হাতে রাজ্য সরকারের অনুদানের ৬০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। শিলিগুড়ি মহাকুমার এলাকার তিনটি থানায় মোট ১৬৫ টি পুজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)