শিলিগুড়ি চম্পাসারিতে পুজোর থিম ইউক্রেনের মেরিনস্কাই প্যালেস

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি চম্পাসারিতে এবার দুর্গা পুজোর থিম ইউক্রেনের মেরিনস্কাই প্যালেস। উত্তর মাল্লাগুড়ি সার্বজনীন দুর্গোৎসব এই পুজোর আয়োজন করছে।পরিচালনায় জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার ক্লাব। চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দির মাঠে এই পুজো ঘিরে উদ্দীপনা তৈরি হয় অন্যরকম।পুজোর সভাপতি স্থানীয় পুর কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মন। দিলীপবাবু এলাকায় বহু দিন ধরে একজন সমাজসেবী হিসাবেও পরিচিত। তিনি জানালেন এই পুজো সম্পর্কে। একইসঙ্গে পুজোর মুখে আদিবাসীদের মধ্যে মাদল ধামসা বিলি করলেন দিলীপবাবু। বিলি করা হয় ট্রাই সাইকেলও। কয়েকজন দুঃস্থ ও মেধাবীকেও সাহায্য করেন তিনি।