শিলিগুড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত এক

নিজস্ব প্রতিবেদন ঃশিলিগুড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যাক্তির । মৃত ব্যাক্তির নাম সঞ্জিত রায় । মৃতের বাড়ি শিলিগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের মিলন পল্লী সরকারি আবাসনে । একইসঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ার খবরও মিলছে। পুরসভার তরফে ডেঙ্গু নিয়ে সচেতনতার কাজ শুরু হয়েছে পুরোদমে। কোথাও জল জমিয়ে না রাখার জন্য পুরসভার তরফে সকলের কাছে আবেদন করা হয়েছে। পরিস্কার জমা জলই ডেঙ্গু মশার আঁতুড়ঘর। আর এই ডেঙ্গু মশাই ডেঙ্গু আক্রান্ত একজনকে কামড় দিয়ে আরেকজনের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে দিচ্ছে। মশার কামড় থেকে বাঁচার জন্য রাতে মশারি টাঙিয়ে শোয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।