বিধাননগর ব্যবসায়ী সমিতির নির্বাচনে আবারও জয়ী শিবেশ ভৌমিক

নিজস্ব প্রতিবেদন ঃশিলিগুড়ি মহকুমার বিধাননগরে বিধাননগর ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে আবারও জয়ী হলেন শিবেশ ভৌমিক। সোমবার ব্যবসায়ী সমিতির নির্বাচন শেষ হলে দেখা যায়,শিবেশবাবু ৩৭৮টি ভোট পেয়ে প্রথম স্থান দখল করেছেন।দ্বিতীয় স্থান পেয়েছেন সলিল সিং,৩৩৮টি ভোট। ২০০৩ সাল থেকে এবছর,এখন পর্যন্ত সেখানকার নির্বাচনে সাতবারের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন শিবেশবাবু।এবার বিধাননগর ব্যবসায়ী সমিতির সপ্তম নির্বাচন অনুষ্ঠিত হলো।ভোটার সংখ্যা ছিলো ৪৭৫ জন, ভোট দান করে ৪৬৫ জন।ভোট বাতিল হয়েছে ন’টি। এই ভোটে প্রার্থী হয়েছিলেন ২০ জন।জয়ী হয়েছেন ১১ জন।সবচেয়ে বেশি ভোট পেয়েছেন শিবেশ ভৌমিক। শিবেশবাবু এলাকায় একজন সমাজসেবী হিসাবে পরিচিত। রক্তদান থেকে শুরু করে দুঃস্থ মানুষদের পাশে দাড়ানোতে শিবেশবাবু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ৩০০ ভোট পেয়ে এই নির্বাচনে তৃতীয় স্থান অধিকার করেছেন অভিজিৎ মন্ডল।সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করার জন্য সমিতির সকল সদস্য সদস্যাকে ধন্যবাদ জানিয়েছেন শিবেশবাবু।