![Screenshot_20220913-092552_Facebook](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/09/Screenshot_20220913-092552_Facebook-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃআবারও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কিছু কর্মীর মানবিক প্রয়াস।রবিবার আলিপুরদুয়ার জেলার ভুটিয়া বস্তির জয়ন্তী নদীর ধারে
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের কিছু কর্মচারীর উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয় ৪০টি পরিবারের মধ্যে।
অনুষ্ঠানের জন্য পুরোপুরি সহযোগিতা করেছেন অরিন্দম বাসু ও অভিষেক সরকার। তারা হেমিলটনগঞ্জের বাসিন্দা। এই মানবিক সামাজিক কাজে উপস্থিত ছিলেন
সৌগত মজুমদার, সজল দত্ত, সৌমেন ব্যানার্জি, অমর ভট্টরাই,মানস রায়
সুব্রত ঘোষ ও অর্জুন লোহারা। ওই এলাকাটি অত্যন্ত অনগ্রসর, বহু পরিবার হতদরিদ্র। তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য ওই মানবিক কর্মসূচি গ্রহণ করা হয় ।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)