সাক্ষরতা দিবসের অনুষ্ঠান শিবমন্দিরে

নিজস্ব প্রতিবেদন ঃবৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর শিলিগুড়ি মহকুমার শিবমন্দির লায়ন্স ক্লাবের উদ্যোগে স্থানীয় শিশু তীর্থ স্কুলে এক অনুষ্ঠান হয়।তাতে সাক্ষরতা দিবসের তাৎপর্য ব্যাখা করেন বক্তারা।ডিজিটাল যুগের এইসময় সাক্ষরতার গুরুত্ব আরও বেশি করে প্রাধান্য পায়।এখনো বহু মানুষ নিরক্ষর থাকায় তাঁরা ঠকে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। সেই জন্য ডিজিটাল সাক্ষরতার গুরুত্বও বেড়েছে। অনুষ্ঠানে শিবমন্দির লায়ন্স ক্লাবের সভাপতি সমর কুমার ধর,রানা ভাদুড়ি, অনামিকা কুন্ডু,গৌতম চন্দ্র, অজয় চক্রবর্তী, মুক্তা ধর,আইমল মর্মু,চন্দন চক্রবর্তী, শিশু তীর্থের পক্ষে সম্পাদক পরেশ চন্দ্র রায়, সহ সম্পাদক পিন্টু ভৌমিক, স্কুলের শিক্ষিকা এবং কর্মীরা উপস্থিত ছিলেন।