
নিজস্ব প্রতিবেদন ঃ ওদের মধ্যে একদল বিভিন্ন মডেলের মাধ্যমে সকলকে বুঝিয়ে চলেছে করোনা বা অন্যান্য সংক্রামক রোগ কিভাবে ছড়ায়। কি কি সতর্কতা অবলম্বন করলে সংক্রামক রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এভাবেই একদল তৈরি করেছে জলের অপচয় প্রতিরোধ করতে কি করনীয়, আরেকদল সৌর শক্তিকে কিভাবে কাজে লাগানো যায়, খাদ্য শৃঙ্খল কি প্রভৃতি বিভিন্ন দিক মেলে ধরেছে।শনিবার শিলিগুড়ি সেভক রোডের সারদা শিশু তীর্থে এরকম বিভিন্ন বিষয়কে সামনে রেখে জমে ওঠে সংকুল গণিত বিজ্ঞান মেলা ও সংস্কৃতি মহোৎসব। সারদা শিশু তীর্থের আটটি শাখার ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়। সারদা শিশু তীর্থের সেভক রোড শাখার প্রধানাচার্য নির্ভয়কান্তি ঘোষ জানিয়েছেন, ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা এবং ভারতীয় সংস্কৃতি আত্মস্থ করার ভাবনাতেই এই ধরনের আয়োজন। ওই গণিত বিজ্ঞান মেলায় বিজ্ঞান মডেল প্রদর্শন ছাড়াও বিজ্ঞান প্রশ্নমঞ্চ, বিজ্ঞান পত্রবাচন,গণিত প্রয়োগের প্রতিযোগিতা, বৈদিক গণিত প্রশ্নমঞ্চ প্রভৃতি বিষয় ছিল। ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যেও এই মেলা ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায় এদিন।সারদা শিশু তীর্থের শিলিগুড়ি সেভক রোড শাখার প্রধানাচার্য এদিন এই মেলা ছাড়াও সারদা শিশু তীর্থ, সেভক রোড শাখার বিভিন্ন কর্মকাণ্ড মেলে ধরেন খবরের ঘন্টার কাছে।
