পথ আল্পনায় সৌভ্রাতৃত্বের বার্তা

নিজস্ব প্রতিবেদন ঃ শুরু হয়েছে গনেশ পুজোর প্রস্তুতি। শিলিগুড়ি প্রধাননগরে গনেশ পুজো কমিটির গণেশ পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। আর সেখানেই রবিবার মার্গারেট সিস্টার নিবেদিতা ইংলিশ স্কুল এলুমনি এসোসিয়েশনের প্রাক্তনীরা অন্যরকম পথ আল্পনা দেওয়ার কাজে নামলেন। তাদের রংতুলির জেরে পরিবেশ অন্যরকম হয়ে ওঠে ওই এলাকায়। এই পথ আল্পনার মধ্যেই সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়।