নিজস্ব প্রতিবেদন ঃআলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে প্রত্যন্ত এলাকার চাকরিপ্রার্থীদের জন্য শনিবার শামুকতলাতে চালু হলো পুলিশ বন্ধু ফ্রি কোচিং সেন্টার । আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী এর উদ্বোধন করেন। আলিপুরদুয়ার জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান ঘোষ ,মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী ,কালচিনির সি আই পার্থ চন্দ্র , শামুকতলা থানার ওসি অভিষেক ভট্টাচার্য সহ শামুকতলা থানার অন্যান্য পুলিশ কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন । এই কোচিং সেন্টারের নাম দেওয়া হয়েছে পুলিশ বন্ধু। এর আগে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া , কালচিনি, জয়ঁগাতে ইতিমধ্যে এই ধরনের কোচিং সেন্টার খোলা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। শামুকতলার পর এবার বাকি থানাগুলিতে এই কোচিং সেন্টার খোলা হবে বলে জানান আলিপুরদুয়ারের জেলা পুলিশ সুপার ।
ডুয়ার্সের চা বাগান এবং প্রত্যন্ত গ্রামের যুবক যুবতীদের অনেকেই পড়াশোনা করে জীবনের দিশা খুঁজে পান না। তাদের বিভিন্ন চাকরির প্রস্তুতির পাঠ দেওয়া ছাড়াও সুনাগরিক হওয়ার পাঠ দেওয়া হবে এই কোচিং সেন্টার থেকে। এদিন পুলিশ সুপার শতাধিক ছাত্র-ছাত্রীকে তাদের জীবন গড়ার পরামর্শ দেন। পুলিশ তাদের পাশে সব সময় আছে, সব সময় থাকবে বলেও উল্লেখ করেন পুলিশ সুপার ওয়াই রঘুবংশী।