![IMG_20220826_093906](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/08/IMG_20220826_093906-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ঘোষপুকুর দুর্গা মহিলা ওয়েলফেয়ারের উদ্যোগে মৌলানিজোত ট্রাক টার্মিনালে একটি স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সেখানে চোখ পরীক্ষা, রক্তের গ্রুপ ও সুগার টেস্টের ব্যবস্থাও হয়।। এই শিবিরটি পরিচালনা করেন পুলিশ ও সমাজকর্মী বাপন দাস ।। সোসাইটির সম্পাদিকা গৌরি দাস বলেন প্রতিবছর সোসাইটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এই শিবির আয়োজন করা হয় বাপন দাস এর উদ্যোগে।। বিধান নগর লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুধীর ঘোষ বলেন, প্রায় একশ জনের চোখের পরিক্ষা করানো হয় । এরমধ্যে সতেরো জনকে ছানি অপারেশনের জন্যে পাঠানো হয় শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালে ।। এদিন এই শিবিরে বিনামুল্যে সুগার টেস্ট ও রক্তের গ্রুপ নির্ণয় হয় বিধাননগর ডায়গোনেস্টিক সেন্টারের মাধ্যমে ।। পুলিশ কর্মী বাপন দাস বলেন, আগামী কদিন পাঁচটি রক্তদান শিবির হবে ইসলামপুর ব্লাড ব্যাংক ও মেডিক্যাল ব্লাড ব্যাংকের জন্য।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)