![IMG_20220823_093033](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/08/IMG_20220823_093033-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ দুর্গাপুজোকে সামনে রেখে সোমবার শিলিগুড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে তৃণমূল কংগ্রেস । তাতে শিলিগুড়ি পুরসভাও যোগ দেয়।সোমবার শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে সাতটি গাড়িতে ট্যাবলো নিয়ে শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে । দুর্গাপুজোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দেওয়ায় আবেগতাড়িত হয়ে এই শোভাযাত্রা করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। রবিবার শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । এই মিছিলে অংশগ্রহণ করেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব, তৃণমূলের জেলা সভাপতি পাপিয়া ঘোষ , অলক চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)