![IMG-20220822-WA0003](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/08/IMG-20220822-WA0003-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ নর্থবেঙ্গল সহোদয়া স্কুল কমপ্লেক্সের ১১তম প্রতিষ্ঠা দিবস গত ২০ আগস্ট বেশ উৎসাহের সঙ্গে অনুষ্ঠিত হলো শিলিগুড়ি ডি এ ভি স্কুলে। পরিচালন কমিটির সদস্যদের উপস্থিতিতেই সেই অনুষ্ঠান হয়।
নর্থবেঙ্গল সহোদয়া স্কুল কমপ্লেক্স এবং শিলিগুড়ি মডেল হাইস্কুলের সভাপতি ডাঃ এস এস আগরওয়ালা, এইচ বি বিদ্যাপীঠের অধ্যক্ষ অর্চনা শর্মা, ডি এ ভি স্কুলের অধ্যক্ষ তাপসি পালবনিক, মোদি পাব্লিক স্কুলের অধ্যক্ষ ডাঃ জয়ন্ত পাল, সিজার স্কুল মালবাজারের অধ্যক্ষ রাধিকা শর্মা প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর নর্থবেঙ্গল সহোদয়া স্কুল কমপ্লেক্সের তরফে তাপসি পাল বনিক সকল সদস্যকে স্বাগত জানান। ২০১১ সাল থেকে আজ পর্যন্ত এন বি এস এস সির কাজকর্ম, সদস্যদের অবস্থান সম্পর্কে অনুষ্ঠানে উল্লেখ করেন
ডাঃ এস এস আগরওয়ালা। অনুষ্ঠানে ওইসব স্কুলের তরফে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর এন বি এস এস সির সব সদস্যকে সংবর্ধনা দেওয়া হয় স্মারক প্রদানের মাধ্যমে। সবশেষে সাধারণ বার্ষিক সভার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত হয়।জার্মালস একাডেমির অধ্যক্ষ ই সাদিকের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)