জলপাইগুড়িতে বৃক্ষরোপনে স্কুল শিক্ষিকারা

নিজস্ব প্রতিবেদন ঃ সমাজের জন্য সৎ প্রয়াস স্কুল শিক্ষিকাদের ।জলপাইগুড়ি মোহিতনগর কলোনি তারাপ্রসাদ বালিকা বিদ্যালয়ের স্কুলছাত্রীদের মাধ্যমে শুক্রবার বৃক্ষরোপণ করা হলো। এই বৃক্ষরোপন কর্মসূচিতে এগিয়ে এলেন জলপাইগুড়ি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আশ্রমের ব্রহ্মচারীরা।*
স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে তাপমাত্রার হেরফের হচ্ছে চারদিকে, কাজেই গাছ লাগানো সকলের বিশেষ কর্তব্য। গাছপালা কমে যাওয়ার ফলেই তাপমাত্রা বাড়ছে । উদ্যোক্তারা বলেন, শুধু গাছ লাগালে হবে না গাছকে যত্ন করে বড় করার দায়িত্ব আমাদেরই। তাই গাছের যত্ন করতে হবে।