শিলিগুড়িতে ফুটবলপ্রেমী দিবসের অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ ও শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন যৌথ ভাবে ৪২ তম ফুটবল প্রেমি দিবস উদযাপন করবে। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের পক্ষে কুন্তল গোস্বামী ও শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অভিজিৎ মজুমদার।প্রতি বছর এই দিনটিতে ১৬জন ফুটবলপ্রেমীকে শ্রদ্ধা ও সন্মান জানাতে এক রক্তদান শিবির আয়োজন করা হয়ে থাকে।এবারও তা অনুষ্ঠিত হবে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কার্যালয়ে ।একইসঙ্গে ফুটবলপ্রেমি দিবসকে সার্থক করে তুলতে ১৩ আগস্ট শিলিগুড়ি হিলকার্ড রোডের হাসমিচকে বেলা ১২টায় রক্ত রাখি নামে একটি প্রচার অভিযান করা হবে বলে জানান শিলিগুড়ি ওয়েলফেয়ারের পক্ষে অভিজিৎ মজুমদার।এর পাশাপাশি ফুটবল সম্পাদক সৌরভ ভট্টাচার্য্য জানান ওই দিন মহিলা ফুটবলের বিকাশ ঘটাতে এক দুটি মহিলা ফুটবল দলের সঙ্গে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।