![IMG_20220813_102459](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/08/IMG_20220813_102459-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ ধর্ম, জাতি, শ্রেনীর ভেদাভেদ তুচ্ছ করে মানুষে মানুষে সম্প্রীতির বার্তা বয়ে আনে রাখি বন্ধন উৎসব। বৃহস্পতিবার ১১ই আগস্ট, এমনই এক বন্ধন, হৃদি বন্ধন উৎসবের আয়োজন করেছিল শিলিগুড়ির অন্য ধ্রুপদ ওয়েলফেয়ার অর্গানাইজেশন। শিলিগুড়ির ইচ্ছেবাড়িতে সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুভ সূচনা হয় দীপঙ্কর রক্ষিতের সিন্থেসাইজারে দেশাত্মবোধক গানের সুর তুলে। দীপঙ্করের চোখের আলো নেই, মনের আলোতে ও বিশ্ব দেখে। অন্য ধ্রুপদ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সবসময় এমন মানুষদের সঙ্গে বন্ধুতার হাত বাড়িয়ে দেয়। এবারও তার অন্যথা হয়নি। অনুষ্ঠান শেষে সংস্থার পক্ষ থেকে দীপঙ্করের হাতে সিন্থেসাইজারের স্ট্যান্ড তুলে দেওয়া হয়। এরপর সংস্থার শিল্পীরা একটি মনোজ্ঞ গীতি আলেখ্য প্রস্তুত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী শহর জলপাইগুড়ি থেকে আগত মূকাভিনেতা সব্যসাচী দত্ত।ভারতের স্বাধীনতা আন্দোলনে কৃষকদের ভূমিকার উপর আধারিত তাঁর মূকাভিনয়, বন্দেমাতরম, দর্শকের মন জয় করে নেয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি শহরের বিশিষ্ট নাট্যকর্মী পার্থ চৌধুরী। তাঁর একক অভিনয়, এই সন্ধ্যার অনন্য প্রাপ্তি। শিলিগুড়ি শহরের পরিচিত সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সম্প্রীতি’র শিল্পীরা, ভারতের স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতির ওপর একটি মনোজ্ঞ গীতি আলেখ্য পরিবেশন করেন। শাস্ত্রীয় নৃত্য কথক দক্ষতার সঙ্গে পরিবেশন করেন নীলাঞ্জনা বোস। নৃত্য মল্লিকা নৃত্যগোষ্ঠির শিল্পীরা পরিবেশন করেন সরস্বতী বন্দনা এবং ভানুসিংহের পদাবলির একটি নৃত্য। গুরু রিম্পি সাহা বনিক পরিবেশন করেন শিব তান্ডব। ভরতনাট্যম শাস্ত্রীয় নৃত্যে তাঁর বিশেষ পারদর্শীতার স্বাক্ষর তিনি রেখেছেন এই পর্যায়ে। অন্য ধ্রুপদ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের শিল্পীরা পরিবেশন করেন বৈষ্ণব পদাবলির ওপর আধারিত একটি ছোট গীতি আলেখ্য। অনুষ্ঠানের সমাপ্তি হয় আশিস কংস বনিকের একটি গীত পরিবেশনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাপস চ্যাটার্জি, শুভময় সরকার, প্রেমানন্দ রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে প্রযোজনা ও পরিচালনা করবার জন্য শহর শিলিগুড়ির অন্য ধ্রুপদ ওয়েলফেয়ার অর্গানাইজেশন বিশেষ কৃতিত্বের দাবি রাখে।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)