![IMG_20220813_102519](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/08/IMG_20220813_102519-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ সারা বছর ধরেই বিভিন্ন রকম ব্যতিক্রমী সামাজিক কাজ করে চলেছে মহিলাদের স্বেচ্ছাসেবী সংস্থা সৌমি।এবার রাখি বন্ধন উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে রাখিবন্ধন পালন করলেন সৌমির স্বেচ্ছাসেবীরা।
শিলিগুড়ি শহর লাগোয়া কাওয়াখালি নিউ টাউনশিপে রয়েছে শ্রবন, মানসিক এবং স্নায়ু সংক্রান্ত বিশেষ চাহিদাসম্পন্নদের স্কুল উত্তরন। নর্থবেঙ্গল হ্যান্ডিক্যাপড রিহ্যাবিলিটেশন সোসাইটি পরিচালিত সেই স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মূল স্রোতে ফেরানোর ভাবনায় ওই রাখিবন্ধন আয়োজন বলে জানিয়েছেন সৌমির স্বেচ্ছাসেবীরা।অনুষ্ঠানে সৌমির সভাপতি তথা পুরসভার বরো চেয়ারম্যান এবং সমাজসেবী মিলি সিনহা, সৌমির সম্পাদিকা তথা নৃত্য শিল্পী শ্রাবনী চক্রবর্তী এবং নর্থবেঙ্গল হ্যান্ডিক্যাপড রিহ্যাবিলিটেশন সোসাইটির সাধারণ সম্পাদক চন্দন ঘোষ প্রমুখ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে সৌমির এই রাখিবন্ধনের তারিফ করেন সকলেই।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)