![IMG_20220811_094030](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/08/IMG_20220811_094030-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষকে সামনে রেখে আজাদী কা অমৃত মহোৎসব পালন করলো বর্ডার সিকিউরিটি ফোর্স। বুধবার এক নতুন ইতিহাস তৈরি হলো কাশ্মীরের মাটিতে। ১০০ মোটর সাইকেলে তিরঙ্গা লাগিয়ে সেক্টর শ্রীনগর , পান্তাচক থেকে ডারলেক হয়ে নিসাদবাগ পর্যন্ত ঐতিহাসিক রেলি হয় । যেখানে আগে দেশের পতাকা উত্তোলনই কঠিন ছিলো সেখানে দেশের পতাকা নিয়ে বুধবার ঐতিহাসিক রেলির আয়োজন করে বি এস এফ। এতে উপস্থিত ছিলেন কাশ্মীরের আইজি আইপিএস অফিসার রাজা বাবু সিং সহ বি এস এফের অন্য অফিসারেরা
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)